আপডেট: জানুয়ারি ১৯, ২০২০
‘দ্য শট কার্টস’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি একটি শর্ট ফিলমের ভিডিও আপলোড করা হয়। ভিডিওটিতে দেখা যায়, একটি মর্গের মধ্যে এক তরুণীর দেহ আনা হয়েছে। আর ওই মর্গেই সদ্য কাজে যোগ দিয়েছেন এক যুবক।
মর্গের এক চিকিৎসক ওই যুবককে তরুণীর দেহের অংশ কাটতে বলেন পরীক্ষার জন্য। কিন্তু সেই কথা শুনে ওই যুবক ভয়ে কাঁপতে থাকেন। যুবকের ওই অবস্থা দেখে হাসিঠাট্টায় মাতেন মর্গের বাকি কর্মীরা। এর কিছুক্ষণ পরেই ওই যুবককে ওখানে রেখে বাইরে চলে যান চিকিৎসক-সহ মর্গের বাকি কর্মীরা।
একা ঘরে সামনে আসে ওই যুবকের ‘বিকৃত রুচি’। ঘরে একা ওই যুবতীর মৃতদেহ দেখেই যৌন মিলন করতে যায় যুবক। কিন্তু তখনই ঘটে বিপত্তি। আচমকাই দেহটি ‘জেগে’ ওঠে। গলা টিপে ধরে যুবকের। বিপাকে পড়ে ওই যুবক চিৎকার করে ওঠেন। শব্দ শুনে বাকি কর্মীরা ঘটনাস্থলে এসে দেখেন ওই যুবক প্রলাপ করছেন। দেহটি অবশ্য তখনও নিজের জায়গাতেই রয়েছে।
১১ মিনিটের এই শর্ট ফিলমটিই এখন বেশ জনপ্রিয় হয়েছে।