আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৯
ভারতে রাজ্যসভায় মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৯ (সিএবি) পাসের প্রতিবাদেজ্বলে উঠছে গোটা ভারত, প্রায় ভারতের সব কটি প্রদেশেই চলছে প্রতিবাদ বিক্ষোভ,
মুদি সরকারের বিরুদ্ধে ভারতের বিহারে আন্দলোনরত হিন্দু মুসলমানদের গনজোয়ার, নরেদ্র মদিকে স’ন্ত্রাস জ’ঙ্গি আখ্যায়িত করে স্লোগানে প্রকম্পিত দিল্লি।
ভারতের সংশোধনী নাগরিক আইনের প্রতিবাদে রবিবার দুপুর থেকেই উত্তপ্ত ছিল দক্ষিণ দিল্লি। বিকেলে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে ওই ঘটনার পর দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয়।
জামিয়ার ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারে চলে তা’ণ্ডব। ওই সময় বহু ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করছিলেন। তাদের অনেকেই পুলিশের লা’ঠি ও কাঁ’দানে গ্যাসে আ’হত হন।
এমনকি শৌচাগারে ঢুকেও নারী শিক্ষার্থীদের পি’টিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের কর্মীদেরও বেধড়ক লা’ঠিপেটা করা হয়।
বিক্ষোভ ঠেকাতে বিভিন্ন মাদ্রাসা মসজিদ থেকে মুসলিম দের গণগ্রেফতার করছে পুলিশ